বুধবার ২২ অক্টোবর ২০২৫ - ১৭:০৩
যৌবনের মূল্য: এক মহান আরেফের সতর্কবাণী

প্রখ্যাত আধ্যাত্মিক শিক্ষক ও মহান আরেফ আয়াতুল্লাহ শাহআবাদি (রহ.) যৌবনের শক্তি ও উদ্যমকে নৈতিক উন্নতি ও মানবিক কর্তব্য পালন করার সবচেয়ে মূল্যবান সুযোগ হিসেবে বর্ণনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ শাহআবাদি (রহ.) তরুণদের প্রতি গভীর আহ্বান জানিয়েছেন যেন তারা যৌবনের এই স্বর্ণালী সময়কে আত্মশুদ্ধি ও পরিপূর্ণতার পথে কাজে লাগায়।

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন,

“যতদিন যৌবনের শক্তি ও প্রাণবন্ততা আছে, ততদিন সহজেই নৈতিক অশ্লীলতা ও অপরাধের বিরুদ্ধে দাঁড়ানো যায়। উত্তমভাবে মানবীয় কর্তব্য সম্পাদন করা সম্ভব। এই শক্তিকে বৃথা যেতে দিও না। বার্ধক্যের দিন এলে সফল হওয়া কঠিন এবং যদি সফলও হও, আত্মসংযমের যন্ত্রণার পরিমাণ তখন অনেক বেড়ে যায়।”

এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যৌবন শুধুমাত্র শারীরিক শক্তির নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক সম্ভাবনারও এক বিশেষ সময়। যারা এই সময়কে নৈতিক উৎকর্ষ ও আত্মসংযমের পথে ব্যবহার করে, তাদের জীবনের পরবর্তী পর্যায় সহজ ও সফল হয়।

সূত্র: চেহেল হাদীস (চল্লিশ হাদীস), ইমাম খোমেনি (রহ.), হাদীস ৫, পৃষ্ঠা ১১১–১১২

আপনার কমেন্ট

You are replying to: .
captcha